I B P বা ইন্টারনেট বিজনেস প্রমোশন

 'ইন্টারনেট বিজনেস প্রোমোটার' বা 'ইন্টারনেট ব্যবসায়িক প্রচারক' এমন একটি প্রোগ্রাম যা আপনার 'ইউআরএল' বা ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিন বা অনুসন্ধান ইঞ্জিনের প্রথম পৃষ্টায় প্রথমদিকের রেঙ্কিং অর্জন করতে সহায়তা করে। সহজ কোথায় বলতে গেলে এই এপ্লিকেশনটি অসংখ বিজনেস ওয়েবসাইট মধ্যে থেকে আপনার বিজনেস ওয়েবসাইট টিকে প্রথম সার্চগুলোর মধ্যে নিয়ে আসে এবং আপনার বিজিনেস কে ক্লায়েন্টদের কাছে পৌঁছতে সহায়তা করে। 

আমরা যারা অনলাইন বিজনেস পরিচালনা করি আমরা প্রতিটি সময়ই চাই আমাদের অনলাইন বিজনেস ওয়েবসাইট যেন সার্চ ইঞ্জিনের মধ্যে প্রথমদিকে স্থান পায় এবং অধিক থেকে অধিক লোক যেন এখানে এসে তাদের প্রয়োজনীয় জিনিস বা সার্ভিস এর খোঁজ নেন। বেশি লোক মানে বেশি ব্যবসা, আর বেশি ব্যবসায়ের অর্থ অধিক লাভ।

ইটা স্বভাবিক কোনো মার্কেটের ৭৫ নং দোকানটির ক্রেতার সংখ্যা মার্কেটের প্রথমসারির ১-২ নং দোকানগুলোর থেকে অনেক কম হবে। সেভাবে যখন কোনো দর্শক ক্রেতা তাদের পছন্দের জিনিসটি ওয়েবসাইট এ খোঁজতে আরম্ভ করেন তখন সার্চ ইঞ্জিনের প্রথম দিকের ওয়েবসাইট গুলি অধিক মূল্য পায়।  এবার আপনার বিজনেস ওয়েবসাইট টি যদি ৩৯৬,২৫৭  এর মধ্যে ২১৩,৬৪৩ নং হয় তাহলে এই ক্রেতাকে পাওয়া আপনার ভাগ্যে খুব কম।  বেশিরভাগ ক্রেতা দর্শক এতো নিচের কোনো বিজনেস সাইটকে দেখার জন্য সময় নষ্ট করবেন না।  এমন পরিস্তিতিতে (I B P) ইন্টারনেট বিজনেস প্রোমোটার আপনার ব্যবসাকে এগিয়ে আনতে সহায়তা করে।

আই বি পি বা ইন্টারনেট বিজনেস প্রোমোটার রা ক্লায়েন্টদের জন্য বিভিন্ন ধরণের প্যাকেজে বানিয়ে থাকেন যা সাধারণতো এভাবে থাকে :

সার্চ ইঞ্জিনে অপ্টিমাইজেশন, রেঙ্কিং, আর সাবমিশন টুল।  ইন্টারনেট বিজনেস প্রোমোটার এর মূল উদ্দেশ থাকে আপনার বিজনেস ওয়েবসাইটর রেঙ্কিং এর উন্নতি করা,  স্পষ্টতই আপনার আইবিপি এই লক্ষ্যটির দিকে এগিয়ে নিয়ে যেতে কিছু প্রয়োজনীয় টুল বা সরঞ্জাম অন্তর্ভুক্ত করে।আইবিপি অপ্টিমাইজেশন প্রোগ্রামগুলি সার্চ ইঞ্জিনগুলির শীর্ষে অবস্থিত কি-ওয়ার্ডগুলির সঙ্গে আপনার বিজনেস ওয়েবসাইট টিকে বিশ্লেষণ করে।  বিশ্লেষণ সম্পূর্ণ হওয়ার পরে, অ্যাপ্লিকেশনটি একটি প্রতিবেদন তৈরী করে যাতে আপনাকে রেঙ্কিং উপরের সারিতে  উঠাতে হলে  কি ধরণের পরিবর্তন করার প্রয়োজন। আইবিপি অপ্টিমাইজেশন প্রোগ্রামটি বিশ্লেষণের জন্য আপ-টু-ডেট তথ্য ব্যবহার করা খুব বেশি গুরুত্বপূর্ণ হয় এবং এটাকে বিশ্লেষণ করার কাজে লাগলো সময় রিয়েল টাইম-এ বা বর্তমান অবস্থায় পরিচালনা করা খুব দরকার । একটি ভালো এই বি পি আপনাকে সঠিক কি-ওয়ার্ড বাছাই করতে রেঙ্কিং পরীক্ষা করতে এবং কিছু কিছু ক্ষেত্রে আনলিমিটেড বা সীমাহীন ব্যবহারের অনুমতি দেয়। এই আই বি পি বা ইন্টারনেট বিজনেস প্রমোশন-কে আপনার বিজনেস ওয়েবসাইট-গুলোর সমস্ত কিছুকে বিশ্লেষণ করার অনুমতি দেওয়া উচিত।

অনলাইন সাবমিশন টুল : বা অনলাইন ডিরেক্টরি জমা দেওয়ার সরঞ্জাম।  আইবিপি প্রোগ্রামগুলি আপনাকে অনলাইন ডিরেক্টরিগুলিতে আপনার সাইটগুলিকে ডিসপ্লে করার মতো আরও বিভিন্ন কাজ অটোমেটিক বা স্বয়ংক্রিয় কিংবা আধা-স্বয়ংক্রিয় করার অনুমতি দেয়। অটোমেটিক সাবমিশন পদ্দতিতে আপনার বিজনেস সাইট-গুলিকে নিজে থেকেই ডিরেক্টরিতে ডিসপ্লে করার জন্য জমা দিয়ে দেয়, আপনাকে বেক্তিগত ভাবে সাইট-গুলিকে ডিসপ্লে করার জন্য কোনো কাজ করার প্রয়োজন হয় না। আপনার বিজনেস সাইট-গুলিকে ডিরেক্টরিতে লিস্টেড করার জন্য যে পরিমান কাজকরার দরকার হতো, তা আই বি পি করে থাকে এবং আপনাকে ডিরেক্টরিতে হাই রেঙ্কিং-এ তালিকাভুক্ত করে রাখে। এর ফলে আপনার সাইটগুলিতে ট্রাফিক অনেক বেশি সংখক আসতে সহায়তা করে।

মেসিলেনিয়াস এপ্লিকেশন বা বিবিধ অ্যাপ্লিকেশন : বেশিরভাগ আইবিপি'র প্যাকেজে গুলোর মধ্যে অনেকগুলো এপ্লিকেশন একসঙ্গে থাকে; সাধারণত ক্লায়েন্টদের প্রয়োজন অনুযায়ী এগুলোকে একই প্যাকেজে রাখা হয়। তবে ক্লায়েন্টদের ব্যবহারিক প্রয়োজন অনুসারে প্যাকেজে এর ভিতরে পরিবর্তন করা যায়। আপনি চাইলে কভার শিট , রিপোর্ট নাম বা প্রতিবেদনের শিরোনাম, আপনার ব্যবসায়ের লোগো, সংস্থার নাম, সংস্থার ঠিকানা, আপনার কোম্পানির URL এবং প্রাপকের ঠিকানা পরিবর্তন করতে পারেন।

একটি আই বি পি বা ইন্টারনেট বিজনেস প্রমোশন ব্যবহার করে, ভালো রেঙ্কিং ও বেশি ট্রাফিক এর সম্ভাবনা অনেক বেড়ে যায়।  তাহলে আর অপেক্ষা করবেন কেন ? আজি আই বি পি কেনার কথা ভাবুন। এটি এমন একটি বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট যা দীর্ঘকালীন সময়ে নিজের মূল্যের চেয়ে বেশি লাভ আপনাকে প্রদান করবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সেল ফোন ট্র্যাকার :: Cell Phone Tracker

AD-SENSE !! কত টুকু সত্য